আব্বু আম্মু আর ছোটবোনকে নিয়ে সাজানো আমার ছোট্ট পৃথিবী । নিজের সর্ম্পকে বলার মতো এর চেয়ে বেশি কিছু নেই
Tuesday, November 28, 2017
দেশের প্রায় সব শহরের প্রতিদিনের চিত্রপটের মতই রংপুর শহরের অতি পরিচিত দৃশ্য হচ্ছে বস্তা হাতে টোকাই বা পথশিশুদের বিচরন।
মূলত : রাস্তায় যত্রতত্র পড়ে থাকা বস্তুগুলো কুড়ানোই এদের মূল কাজ। প্রায়শই খালি গায়ে কিংবা ছেঁড়া জামা-কাপর পরে ঘুরে বেড়ায় এই সব শিশুারা। নিছক জীবিকা নির্বাহ বা, বাবা-মাকে বেঁচে থাকার রসদ যোগানোর জন্য বাল্য বয়সে তাদের এরকম জীবন যাপন। আমাদের কি কিছুই করার নেই...? এদের জন্য ? আমরা দেশের জন্য তো কত কিছুই করতে চাই।
- সকলের সম্মলিত চেষ্টায় সুবিধাবঞ্চিত
এই সকল শিশুরা পেতে পারে একটু মানবিক জীবনযাপনের সুযোগ।
সেই সম্ভাবনাকে সামনে রেখে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানো পথশিশু এবং পাশের শান্তিবাগ, লালবাগ, রেললাইন বস্তী, কে.ডি.সি রোডের সুবিধাবঞ্চিত এলাকার যেসব শিশু স্কুলে যায়না কিংবা ঝড়ে পড়েছে,তাদের বর্ণমালাসহ প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১১ এপ্রিল, ২০১৪ থেকে, কলেজ ক্যাম্পাসে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩ টায় আমারা “অপরাজিত আলোর মিছিল ” নামে একটি অনানুষ্ঠানিক পাঠশালা পরিচালনা করছি। দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক আর হাতের নাগালের এসব সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের জীবনমানের নূন্যতম ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই আমাদের একমাত্র আকাঙ্খা। সচেতন মহলের কাছে আমাদের অনুরোধ, এসব ছিন্নমূল অসহায় পথশিশুদের পাশে এসে দাঁড়ান, তাহলে এরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ গড়ার কাজে অংশ নিতে পারবে। আর আপনাদের সহযোগীতায় আমরা আরও ভালভাবে এসব শিশুদের জন্য কাজ করতে পারবো বলেই আমাদের বিশ্বাস।

Subscribe to:
Posts (Atom)
প্রকৃতির শেষ ঠিকানা
"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "

-
ওপাশের সূর্যটা অস্তগামী, আকাশের লালিমা ছুয়ে ডুবে যাচ্ছে অবলীলায়৷ সন্ধ্যে নামার আগে আলোটা ঠিক এমনি করেই হারিয়ে যায়! কিছু জীবনের আলো তেমনি ন...
-
সর্বস্ব খুইয়ে গাছ থেকে খসে পড়ল একটি সবুজ পাতা ঝরা পাতা কানে কানে শীতের আগমনী বার্তা দিয়ে যায়
-
জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, সেটি কখনো জানতেও ...