Tuesday, November 28, 2017

  1. ছবি তুলতে অনেক ভাল লাগে, যদিও আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই। প্রফেশনাল ক্যামেরাও নেই আমার। শখের সেলফোন টা দিয়ে ভাল লাগার মুহুর্ত গুলো ধরে রাখার চেস্টা করি এই যা!


দেশের প্রায় সব শহরের প্রতিদিনের চিত্রপটের মতই রংপুর শহরের অতি পরিচিত দৃশ্য হচ্ছে বস্তা হাতে টোকাই বা পথশিশুদের বিচরন।

মূলত : রাস্তায় যত্রতত্র পড়ে থাকা বস্তুগুলো কুড়ানোই এদের মূল কাজ। প্রায়শই খালি গায়ে কিংবা ছেঁড়া জামা-কাপর পরে ঘুরে বেড়ায় এই সব শিশুারা। নিছক জীবিকা নির্বাহ বা, বাবা-মাকে বেঁচে থাকার রসদ যোগানোর জন্য বাল্য বয়সে তাদের এরকম জীবন যাপন। আমাদের কি কিছুই করার নেই...? এদের জন্য ? আমরা দেশের জন্য তো কত কিছুই করতে চাই। 

  • সকলের সম্মলিত চেষ্টায় সুবিধাবঞ্চিত

এই সকল শিশুরা পেতে পারে একটু মানবিক জীবনযাপনের সুযোগ।
সেই সম্ভাবনাকে সামনে রেখে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানো পথশিশু এবং পাশের শান্তিবাগ, লালবাগ, রেললাইন বস্তী, কে.ডি.সি রোডের সুবিধাবঞ্চিত এলাকার যেসব শিশু স্কুলে যায়না কিংবা ঝড়ে পড়েছে,তাদের বর্ণমালাসহ প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১১ এপ্রিল, ২০১৪ থেকে, কলেজ ক্যাম্পাসে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩ টায় আমারা “অপরাজিত আলোর মিছিল ” নামে একটি অনানুষ্ঠানিক পাঠশালা পরিচালনা করছি। দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক আর হাতের নাগালের এসব সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের জীবনমানের নূন্যতম ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই আমাদের একমাত্র আকাঙ্খা। সচেতন মহলের কাছে আমাদের অনুরোধ, এসব ছিন্নমূল অসহায় পথশিশুদের পাশে এসে দাঁড়ান, তাহলে এরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ গড়ার কাজে অংশ নিতে পারবে। আর আপনাদের সহযোগীতায় আমরা আরও ভালভাবে এসব শিশুদের জন্য কাজ করতে পারবো বলেই আমাদের বিশ্বাস।

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "