Friday, July 24, 2020

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "

Tuesday, January 14, 2020

রাত

প্রত্যেকটা রাতের একটা গল্প থাকে! থাকে অলক্ষ্যের ফিসফিসানি, কয়েকশ দীর্ঘশ্বাস কিংবা এক একটা ইতিহাস। ভোরের আলো ফোটার সাথে সাথে সবটাই আড়াল হয়ে যায়। কর্মব্যস্ত দিন কিংবা ঘর্মাক্ত দুপুর কেউ জানেনা সেসব। দিনের আলো এক অন্যরকম আঁধার, যে আঁধার রাতের আঁধারকে আড়াল করে।
কয়েক ঘণ্টার ফেরে আবারও রাত নামে, খুব চুপচাপ, সে রাত কেউ দেখে কেউ বা দেখে না, তাতে কী আসে যায়? নতুন করে সহস্রাধিক গল্প তৈরী হয় আবার। সে গল্পেও প্রাণ আছে, কিছু নিঃশ্বাস আছে, কিছু বিশ্বাস-অবিশ্বাস আছে,মন ভাঙার শব্দ আছে, অভিমানের গন্ধ আছে। একেকটা রাত যেন শতবর্ষের জমানো গল্পের পাহাড়, কান্না-হাসির বোঝা। সব শহরেই রাত নামে, গল্প জমে, প্রাণ যায়।

Iron Man

The real iron man our pride our own mash



Saturday, January 12, 2019

বিবর্তন

আজ থেকে আর মাত্র ১০ বছর পর আমাদের অবস্থা যেমন হবে --

: হ্যালো ! এটা কি পিৎজা হাট?
- না স্যার, গুগল'স পিৎজা।

: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?
- না স্যার, দোকানটা কিনে নিয়েছে গুগল !

: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?
- স্যার, সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন?

: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিৎজা অর্ডার করেছেন।

: আমি এবারও ওটাই চাই।
- কিন্তু স্যার, কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিৎজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।

: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন?
-সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।

: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।
- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন।

: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি।
- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না!

: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি।

: আমার অন্য আয়ের উৎস আছে।
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই।

: ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

- জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ শেষ হয়ে গেছে !

Monday, January 7, 2019

অস্তগামী সূর্য

ওপাশের সূর্যটা অস্তগামী, আকাশের লালিমা ছুয়ে ডুবে যাচ্ছে অবলীলায়৷ সন্ধ্যে নামার আগে আলোটা ঠিক এমনি করেই হারিয়ে যায়! কিছু জীবনের আলো তেমনি নিভে যায়, সবার অলক্ষ্যে, কেউ দেখেনা ৷

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "