Thursday, June 22, 2017


মাঝে মাঝে অনেক কিছু লিখতে ইচ্ছে হয় কিন্তু কোন এক অজানা কারনে আর লেখা হয় না। আবার কিছু কিছু লেখা লেখার পরও তা প্রকাশ করতে পারি না।

মাঝে মাঝে অনিইচ্ছা স্বত্তেও হারিয়ে যাই ধুলো জমা পুড়নো স্মৃতির জগৎতে। যে জগৎ গড়ে তুলেছিলাম তুমি আর আমি। সেখানে অবাধ বিচরন ছিল আমাদের, অন্য কারও প্রবেশাধিকার ছিল সম্পুর্ন নিষেধ । কিন্তু সময়ের পরিক্রমায় সে জগৎ আজ ইতিহাস। বদলে গেছ তুমি, বদলেছি আমি  বদলে গেছে আমাদের চিন্তাধারা, একে অন্যের প্রতি নির্ভরশীলতা, জীবন চলার গতিপথ। সময়ের সাথে সাথে মানুষ এবং মানুুষের চাহিদা বদলে যায় এটাই স্বাভাবিক, এটাই চিরাচরিত নিয়ম। কিন্তু গিরগিটির মত রঙ্গ পাল্টে এত দ্রুত বদলে যাওয়া টা মটেও স্বাভাবিক কোন ব্যাপার ছিল না। তাইতো আজও তোমার বদলে যাওয়া টা মেনে নিতে পারি নি। কখনো পারব কি না তাও জানা নেই, কারন মানুষ বড় অদ্ভুত প্রানি, একজন মানুষ সবকিছু নিয়ন্ত্রন করতে পারলেও সে তার নিজের মন কে কখনোই নিয়ন্ত্রন করতে পারে না।

কিছু মানুষের জীবনে শুধু ক্যালেন্ডার টাই বদলায়, আর কিচ্ছু না....!!
# 2017
# 2016

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "