Wednesday, June 20, 2018

অনুধাবন

ক্যামেরা থাকলেই যদি ফটোগ্রাফার হওয়া যায়। তবে আমার কলম আছে আমিও রবীন্দ্রনাথ.... ?

Tuesday, June 19, 2018

যখন তোমার মন খারাপ

প্রজাপতিদেরও মন খারাপ হয় । তখন রোদ ঝলমল দুপুরটাও মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সেই মন খারাপের মেঘ কিভাবে যেনো আমার কানে এসে বলে যায় তুমি ভালো নেই। জানি, তোমার বুকে বেজে চলেছে ফেলে আসা পথের রোদ-বৃষ্টি-কুয়াশা-ঝড়ের গান। স্মৃতিকাতর হয়ে পড়ছো থেকে থেকেই...!

তোমার জমে থাকা কষ্টগুলোর শীতলতা আমিও অনুভব করতে পারি। হয়তো অনুভূতিগুলো তোমার তীব্রতার তুলনায় নগন্য, তবুও...!

অন্য কথা বলি। তুমি হাসলে তোমার চারপাশ ঝলমলিয়ে ওঠে তা তো তুমি জানোই; কিন্তু এটা কি জানো তোমার সরলতাও আতশবাজি হয়ে ছড়িয়ে পড়ে আকাশে? এই আতশবাজির খানিকটা ঝলক দেখেছিলাম প্রথমদিন। এরপর যত দিন গিয়েছে, আরো আরো বেশী করে খুঁজে পেয়েছি তোমার সরলতা, হাসিতে আর ভাবনাতে...!

Sunday, June 17, 2018

হাসি মানে কী?


ডিকশনারিগুলোতে বলা আছে হাসি হল, ‘মুখের একটা ভঙ্গি যার ফলে ঠোঁটের দুই কোণ কিছুটা ওপরের দিকে বেঁকে যায় এবং খুশি, আনন্দ ও সম্মতিকে প্রকাশ করে।’ মিষ্টি হাসির রহস্য তো এখানেই। হাসি হল কথা না বলে অন্যের কাছে মনের অনুভূতিকে জানানোর উপায়।

Friday, June 15, 2018

মেহেদী উৎসব

সুবিধাবঞ্চিত শিশুদের 
হাত রাঙালো #অপরাজিত_আলোর_মিছিল


এ আনন্দ শেষ হবার নয়, ছোট-বড় শতাধিক শিশু-কিশোর, তাদের প্রত্যেকের হাতে লেগেছে কাঁচা মেহেদী। সুবিধাবঞ্চিত এসব শিশু-কিশোররা ছিলো আমাদের আজকের অতিথি। সকলের মুখে হাসি, উৎফুল্ল সবাই। এমন চিত্রই দেখতে চেয়েছিলাম আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদী উৎসব’ অনুষ্ঠানে।

Wednesday, June 13, 2018

ঈদ উৎসব


নীলাভ আকাশ 

ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সবার। তবে শিশুদের কাছে একটু যেন বেশি। ঈদ এলেই বেড়ে যায় তাদের চাওয়া-পাওয়ার বাহানা, আনন্দ। সুবিধাবঞ্চিত শিশুরাও চায় নতুন জামা পরে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এমন সব সুবিধাবঞ্চিত শিশুর আবদার পূরণে কাজ করছে #অপরাজিত_আলোর_মিছিল। 

সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় ধাপে বাচ্চাদের মাঝে #নতুন_জামা & খাবার সামগ্রী বিতরণ করা হয়।

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "