Monday, July 10, 2017


পরিবর্তন


জীবনের গুরুতর জটিল কোন পরিবর্তন বা পরিবর্তিত পরিস্থিতি মানুষকে পরিবর্তিত হতে বাধ্য করে। আবার কখনো কখনো নিজের বা অন্যের (কাছের কারো) জন্যেও নিজের মাঝে পরিবর্তন আনতে হয়। মানুষ নিজেকে অনায়েসে পরিবর্তন করতে পারে । যদি থাকে দৃঢ় মনোবল আর আন্তরিক ইচ্ছে। মানুষ যখন যে পরিবেশে থাকে সেই পরিবেশের সাথে'ই মিশে যায় । তাই মানুষ পরিবর্তনশীল। পরিবর্তিত হতে পারা সুস্থ্য মানুষের চরিত্রের একটি অনন্য বৈশিষ্ঠ। এই জগৎতে অন্য কোনো প্রাণী নিজের আচার-আচরন-প্রকাশভঙ্গিকে এতভাবে পরিবর্তিত রূপে প্রকাশ করতে পারে না, যেমন টা মানুষ পারে। তবে কে, কিভাবে, কোন পরিস্থিততে, কি উদ্দেশ্যে, কোন প্রক্রিয়ায় নিজেকে পরিবর্তনের চেষ্টা চালাবে আর এর ফলে সে নতুন কি অবস্থায় পড়বে তা প্রায় সব ক্ষেত্রেই অনিশ্চিত........!


No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "