Sunday, July 16, 2017

জীবনে কম বেশি সব কিছুরই অভিজ্ঞতা থাকা দরাকার, তা না হলে জীবন পরিপূর্নতা পায় না।
সারাক্ষন এসি গাড়িতে চড়ে বেড়ানো মানুষ টা যেমন লোকাল বাসের অনুভুতি উপলব্ধি করতে পারেনা। তেমনি প্রতিনিয়ত লোকাল বাসে চড়ে বেড়ানো মানুষটিও এসি গাড়ির পরিবেশ সম্পর্কে অবগত নয়।
না চাইতেই যার সামনে খাবার হাজির হয়ে যায়, তাকে যদি ক্ষুধার্ত মানুষের কথা জিজ্ঞেসা করা হয় সে কিন্তু আপনাকে কোন সদুত্তর দিতে পারবে না। ক্ষুদার জ্বালা কি জিনিস সেতো জানেই না।
যারা জীবনে কমবেশি সব পরিবেশ সম্পর্কে অবগত তারাই জীবন সংগ্রামে বিজয়ী হতে পারে। যেকোন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে।

No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "