Thursday, October 5, 2017

"বিশ্ব বিবেক"

আকাশে বাতাসে কান্নার রোল
ভেসে আসে রাখাইন রহিঙ্গার।
মারছে মানুষ চলছে তান্ডব
ধ্বংসের এ'কি বিভিষিকা।
নারি, শিশু, অবাল বৃদ্ধা বণিতা
সবার উপর চলছে কঠিন বর্বরতা,
ভেঙ্গে চুড়ে সব করছে লন্ডভন্ড
  • আগুনের অগ্নিশিখা জ্বলছে অবিরত। 
  •  শহড় থেকে গ্রাম পুড়িয়ে করছে শ্বশান
ধ্বংসযজ্ঞের খেলায় মেতেছে মায়ানমার সরকার,
ওরা সংখ্যালঘু তাই নেই নিজ দেশে তাদের ঠাঁই।
জন্মভূমি ভিটেমাটি জমিজমা ছেড়ে
আসছে তারা প্রান বাঁচাতে বাংলার প্রান্তরে।
হাজার সংকটে দিতেছি তাদের আশ্রয়
মানবিকতা আমাদের কাদায়।
হে গনন্ত্রের মানষ কন্যা
সূচি, তোমার কেমন নোবেল পাওয়া
শান্তি নাকি অশান্তির জন্য
এটি পশ্চিমাদের দেওয়া।
ওদের হিংস্রতা কি
বিশ্ব বিবেকের চোখে পড়ে না
ওরা মানুষ নয়, দানব নাকি হায়না।
বলি, তোমাকেই হে বিশ্ব মানবতা
তুমি কোথায়....? কেন এমন তোমাদের নিরবতা..!


No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "