Tuesday, March 27, 2018

আজ মহান স্বাধিনতা দিবস, এ দিবসের বিশালতা বলে শেষ করার মত নয় । ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা অর্জিত হয়েছে, স্বাধিন স্বার্বভৌম যে বাংলাদেশ আমরা পেয়েছি তার জন্য লড়াই টা শুরু হয়েছিল আজকের দিনেই। দেশ স্বাধিন হয়েছে তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এক নতুন লড়াইয়ের সামনে দ্বারিয়ে আমরা। এই পতাকা তলে আজ ও গুমড়ে মরে হাজারও প্রাণ। হাজার হাজার পথশিশু যারা প্রাথমিক শিক্ষাটুকু থেকেও বঞ্চিত ছড়িয়ে রয়েছে দেশের আনাচে কানাচে। আমরা কি আদৌও এমন বাংলাদেশ চেয়েছিলাম???

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই সম্ভাবনাকে সামনে রেখে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানো পথশিশু এবং পাশের শান্তিবাগ, লালবাগ, রেললাইন বস্তী, কে.ডি.সি রোডের সুবিধাবঞ্চিত এলাকার যেসব শিশু স্কুলে যায়না কিংবা ঝড়ে পড়েছে,তাদের বর্ণমালাসহ প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১১ এপ্রিল, ২০১৪ থেকে, কলেজ ক্যাম্পাসে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩ টায় আমারা #অপরাজিত_আলোর_মিছিল নামে একটি অনানুষ্ঠানিক পাঠশালা পরিচালনা করছি। দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক আর হাতের নাগালের এসব সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের জীবনমানের নূন্যতম ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই আমাদের একমাত্র আকাঙ্খা। সচেতন মহলের কাছে আমাদের অনুরোধ, এসব ছিন্নমূল অসহায় পথশিশুদের পাশে এসে দাঁড়ান, তাহলে এরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ গড়ার কাজে অংশ নিতে পারবে।


আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই সম্ভাবনাকে সামনে রেখে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানো পথশিশু এবং পাশের শান্তিবাগ, লালবাগ, রেললাইন বস্তী, কে.ডি.সি রোডের সুবিধাবঞ্চিত এলাকার যেসব শিশু স্কুলে যায়না কিংবা ঝড়ে পড়েছে,তাদের বর্ণমালাসহ প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১১ এপ্রিল, ২০১৪ থেকে, কলেজ ক্যাম্পাসে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩ টায় আমারা #অপরাজিত_আলোর_মিছিল নামে একটি অনানুষ্ঠানিক পাঠশালা পরিচালনা করছি। দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক আর হাতের নাগালের এসব সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের জীবনমানের নূন্যতম ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই আমাদের একমাত্র আকাঙ্খা। সচেতন মহলের কাছে আমাদের অনুরোধ, এসব ছিন্নমূল অসহায় পথশিশুদের পাশে এসে দাঁড়ান, তাহলে এরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ গড়ার কাজে অংশ নিতে পারবে।

No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "