Sunday, April 1, 2018

আজ বর্ষা তোমারি আশায়চলে এসো মন্দিরে,
মনের সাথে মন মিলাবোক রবো দুজন সন্ধিরে ।
আকাশ ছুবো দুজন মিলে থাকবো না আর বন্দি রে।
হাটবো দুজন সাগর পারেছুটে  যাবো দেশ দেশান্তরে...
হারিয়ে যাবো ঢেউয়ের মাঝে মিলাবো দুজন দুপারে...
তোমায় নিয়ে হারিয়ে  যাবোতীরহারা ঐ সাগরে...
বৃষ্টি যেমন,ভিজবো তেমন থাকবে না কোন কমতি রে...
ভিজবে তুমি বৃষ্টি  ফোটায়জড়িয়ে ধরে আমারে...
আলতো করে কোলে নিব োহাত রাখবো কোমরে...
ঘুরবো মোরা সারা শহর থাকবেনা কোন বাধারে...।

No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "