Monday, April 2, 2018

"সুসময় অসময়"

তোমার দৃষ্টিসীমায় আশ্রয় পেয়েছিল আমার সুসময়, তোমার দম্ভে প্রমত্ত লোভে, শেষ রাতের শিশিরে মরে গেল সবুজ ঘাস। কোন সময় কি মনে হয়নি, তোমার দুঃসময় গুলো কেড়ে নিয়ে আমার নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে। কালকের পর থেকে অনিবার্য চরম আসক্তিতে, ধরা ছোঁয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢেউ তুলেছে নিষ্ঠুরতা। কাক-বন্দনায় তুমি স্বপ্ন দেখছ আকাশ ছোঁবে। আমিও ঠিক তেমনি তোমার নিষ্ঠুরতা বুকে নিয়েই প্রতি পদে পদে দুঃখ বুঝবার চেষ্টা করেছি। এখন বুঝতে পারি দুঃখ বোঝা যতটা সহজ, তোমাকে বোঝা তার চেয়েও শতগুণ কঠিন ছিল।

No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "