Thursday, April 5, 2018

মানুষের প্রকৃত যুদ্ধটা প্রত্যেকের নিজের সঙ্গেই জীবনের লক্ষ্য-উদ্দেশ্য,অনুভব অনুভূতি,চিন্তা-চেতনা আদর্শ-পেশা প্রেম-ভালোবাসা ইত্যাদি নিয়ে যথেষ্ট ভাবতে হয় । যেকোন ক্ষেত্র থেকে ফিরে আসার ক্ষমতা অর্জন করতে হয় কোনকিছু করার সময় আগে থেকেই ফলাফল নির্ণয় করা শিখতে হয় । হাসতে যেমন ভালো লাগে, তেমনি প্রাণ ভরে কাঁদতে আরো বেশি ভালো লাগে। বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেয়া সারাদিন হই-হুল্লুড় করে বেড়ানো,আবার একাকী থাকার যোগ্যতা অর্জন করা এবং প্রায়ই একাকী থাকা দুটো অধ্যায়ই জীবনকে রাঙায়,প্রতিদিন এই সুন্দর পৃথিবী থেকে কত মানুষ হারিয়ে যাচ্ছে,আমিও একদিন আচমকা হারিয়ে যাব। হয়তো এই সবুজ-শ্যামল বাংলার মাটির কোলে হারিয়ে যাব নীল আকাশে। অসীম শূন্যতায়! নিশ্চই হারিয়ে যাব। তাই আমি হারিয়ে যাওয়াকে পছন্দ করি হারিয়ে যেতে ভালোবাসি।

No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "