Sunday, April 8, 2018

বেঁচে থাকাটাও এক যন্ত্রণা। বেচে থাকতে হলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, নীল রঙে আঁকা কয়েকটা স্বপ্ন! বাস্তবতাকে এড়িয়ে চলার ব্যর্থ চেষ্টা আর প্রতিটা নির্ঘুম রাতকে সঙ্গী হিসেবে নিতে পারেন! মনটা আজ অমানিশার অন্ধকারে নিমজ্জিত! মন বিষন্ন হলে কোন কিছুই আর ভাল লাগেনা, এখন আমি বিষন্নতার কবিতা লিখব, না প্রেমের চিঠি লিখব, আসলে মন স্থির না হলে কিছুই হয়ে উঠেনা!

No comments:

Post a Comment

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "