Monday, April 30, 2018

অনুধাবন

যখন নিজেই নিজেকে পুরোপুরি
বুঝে উঠতে পারিনা তখন অন্য
কেউ আমাকে বুঝবে আশা করাটা
বোকামি ছাড়া আর কিছুই না !

Sunday, April 22, 2018

রাগের মাথায় ভাংচুর করার জন্য বাসায় কিছু কমদামী জিনিস এনে রাখা উচিত
অন্তত ক্ষয়ক্ষতিরর পরিমান কিছুটা হলেও কমে যাবে,
হতে পারে সেটা "ডেমু ফোন", "প্লাস্টিক" বা "রাবারের" সামগ্রী ইত্যাদি ইত্যাদি......!

Sunday, April 8, 2018

বেঁচে থাকাটাও এক যন্ত্রণা। বেচে থাকতে হলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, নীল রঙে আঁকা কয়েকটা স্বপ্ন! বাস্তবতাকে এড়িয়ে চলার ব্যর্থ চেষ্টা আর প্রতিটা নির্ঘুম রাতকে সঙ্গী হিসেবে নিতে পারেন! মনটা আজ অমানিশার অন্ধকারে নিমজ্জিত! মন বিষন্ন হলে কোন কিছুই আর ভাল লাগেনা, এখন আমি বিষন্নতার কবিতা লিখব, না প্রেমের চিঠি লিখব, আসলে মন স্থির না হলে কিছুই হয়ে উঠেনা!

Thursday, April 5, 2018

মানুষের প্রকৃত যুদ্ধটা প্রত্যেকের নিজের সঙ্গেই জীবনের লক্ষ্য-উদ্দেশ্য,অনুভব অনুভূতি,চিন্তা-চেতনা আদর্শ-পেশা প্রেম-ভালোবাসা ইত্যাদি নিয়ে যথেষ্ট ভাবতে হয় । যেকোন ক্ষেত্র থেকে ফিরে আসার ক্ষমতা অর্জন করতে হয় কোনকিছু করার সময় আগে থেকেই ফলাফল নির্ণয় করা শিখতে হয় । হাসতে যেমন ভালো লাগে, তেমনি প্রাণ ভরে কাঁদতে আরো বেশি ভালো লাগে। বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেয়া সারাদিন হই-হুল্লুড় করে বেড়ানো,আবার একাকী থাকার যোগ্যতা অর্জন করা এবং প্রায়ই একাকী থাকা দুটো অধ্যায়ই জীবনকে রাঙায়,প্রতিদিন এই সুন্দর পৃথিবী থেকে কত মানুষ হারিয়ে যাচ্ছে,আমিও একদিন আচমকা হারিয়ে যাব। হয়তো এই সবুজ-শ্যামল বাংলার মাটির কোলে হারিয়ে যাব নীল আকাশে। অসীম শূন্যতায়! নিশ্চই হারিয়ে যাব। তাই আমি হারিয়ে যাওয়াকে পছন্দ করি হারিয়ে যেতে ভালোবাসি।

Wednesday, April 4, 2018

আমার যাতনার চিলেকোঠায় তোমারই বসবাস, মৃত রোদ্রের ঘ্রাণ পৌছে যতটুকু সীমানায়।
আমাকেই চিরজন্মে সংগোপনে খুঁজে গেল অন্তিম কিছু শব্দ। তোমাকে পেলাম না কখনো বাক্যের সম দৈর্ঘ্যে, তুমি নষ্ট বন্ধনে বেশ সুখেই আছো, নিজেকে লুকিয়ে রেখেছ পুঁজিবাদী চোখে। আমি সকাল, দুপুর, রাত্রি খুঁজে ক্লান্ত, যদিও ফিরে পাই কিছুটা বিদঘুটে ছায়া। মিত্রতা তোমাকে মহান করেছে, আমাকে শিখিয়েছে মৃত্যুর আবেদন। তোমার নষ্ট আদালতে বিনাবিচারে, "বিচারক" এইটুকু সাজাও কি পাওয়ার অধিকার নাই।

Monday, April 2, 2018

"সুসময় অসময়"

তোমার দৃষ্টিসীমায় আশ্রয় পেয়েছিল আমার সুসময়, তোমার দম্ভে প্রমত্ত লোভে, শেষ রাতের শিশিরে মরে গেল সবুজ ঘাস। কোন সময় কি মনে হয়নি, তোমার দুঃসময় গুলো কেড়ে নিয়ে আমার নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে। কালকের পর থেকে অনিবার্য চরম আসক্তিতে, ধরা ছোঁয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢেউ তুলেছে নিষ্ঠুরতা। কাক-বন্দনায় তুমি স্বপ্ন দেখছ আকাশ ছোঁবে। আমিও ঠিক তেমনি তোমার নিষ্ঠুরতা বুকে নিয়েই প্রতি পদে পদে দুঃখ বুঝবার চেষ্টা করেছি। এখন বুঝতে পারি দুঃখ বোঝা যতটা সহজ, তোমাকে বোঝা তার চেয়েও শতগুণ কঠিন ছিল।

Sunday, April 1, 2018

আজ বর্ষা তোমারি আশায়চলে এসো মন্দিরে,
মনের সাথে মন মিলাবোক রবো দুজন সন্ধিরে ।
আকাশ ছুবো দুজন মিলে থাকবো না আর বন্দি রে।
হাটবো দুজন সাগর পারেছুটে  যাবো দেশ দেশান্তরে...
হারিয়ে যাবো ঢেউয়ের মাঝে মিলাবো দুজন দুপারে...
তোমায় নিয়ে হারিয়ে  যাবোতীরহারা ঐ সাগরে...
বৃষ্টি যেমন,ভিজবো তেমন থাকবে না কোন কমতি রে...
ভিজবে তুমি বৃষ্টি  ফোটায়জড়িয়ে ধরে আমারে...
আলতো করে কোলে নিব োহাত রাখবো কোমরে...
ঘুরবো মোরা সারা শহর থাকবেনা কোন বাধারে...।

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "